আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’র রংপুর বিভাগীয় শাখা’র যাত্রা শুরু
পোস্ট হয়েছে: জুলাই ১০, ২০২৩

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগের শ্রোতাদের নিয়ে ‘আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় শাখা’র আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার সকালে রংপুর শহরের একটি রেস্টুরেন্টের অডিটরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির যাত্রা শুরু হয়।
গঙ্গাচড়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে সভাপতি এবং কুড়িগ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ও প্রবীণ ডিএক্সার আবদুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ। হলভর্তি দর্শকের পাশাপাশি ফেসবুক লাইভে অসংখ্য শ্রোতা অনুষ্ঠানটি উপভোগ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেডিও তেহরান বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক ও সাবেক পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক মোঃ আমজাদ হোসেন, রেডিও তেহরানের ব্রডকাস্টার মুহাম্মদ আশরাফুর রহমান এবং রেডিও তেহরানের মনিটর ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু তাহের।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মুজাহিদুল ইসলাম রেডিও তেহরান শোনার গুরুত্ব তুলে ধরে বলেন, রেডিও তেহরানে এমন কিছু কথা, বক্তব্য ও খবর শুনতে পাবেন যেগুলো পৃথিবীর বাংলাভাষী আর কোনো গণমাধ্যমে পাবেন না।
তিনি বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে অন্যায়কারী দেশ। তার বিরুদ্ধে দাঁড়িয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ কয়েকটি দেশ। ইরানের এই নীতির আলোকে পরিচালিত হয় রেডিও তেহরান। তারা কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদ ও ফিলিস্তিন দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিপক্ষে।
জনাব মুজাহিদুল ইসলাম মধ্যপ্রাচ্য পরিস্থিতিসহ বিশ্ব রাজনীতির সঠিক চিত্র জানতে রেডিও তেহরান শোনার পাশাপাশি পার্সটুডে ভিজিট করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব আশরাফুর রহমান রেডিও তেহরানের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশের গণমাধ্যমগুলোতে নিয়মিত রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে’র খবর প্রচার ও প্রকাশ করা হয়। মানুষ সেগুলো শুনে ও পড়ে পশ্চিমা বিশ্বের অপপ্রচার ও হলুদ সাংবাদিকতার বিপরীতে সঠিক ও নিরপেক্ষ সংবাদ জানতে পারছে।
রেডিও তেহরানকে ‘কন্ঠহীনের কণ্ঠস্বর’ উল্লেখ করে তিনি বলেন, শ্রোতারা চিঠিপত্র, ইমেইল ও ভয়েস বার্তার মাধ্যমে তাদের মতামত রেডিও তেহরানে তুলে ধরতে পারেন। রংপুরের শ্রোতাদেরকে এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি জনাব আবু তাহের বলেন, আদর্শ জীবন গঠনে রেডিও তেহরানের ভূমিকা অনস্বীকার্য। এ বেতারটি সবসময় অন্যায়-অবিচার, জুলুমের বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে কথা বলে। তাই রেডিও তেহরানের বার্তা ঘরে ঘরে পৌঁছাতে হবে। আর এ জন্য সারা বাংলাদেশে বিভাগীয় এবং জেলা কমিটি গঠন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণের পর মোঃ আব্দুল খালেকের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এস এম আব্দুস সামাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. মোস্তাফিজুর রহমান। শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বক্তব্য দেন কাইফুল ইসলাম বাঁধন, আজিনুর রহমান লিমন, ফেরদৌস হোসেন, সাজ্জাদ হায়দার স্বাধীন, মোবারক হোসেন ফনি, সমাজসেবক মাহবুবুর রহমান, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমান প্রতিনিধি প্রতীক ওমর প্রমুখ।
অডিও লিংকের মাধ্যমে বক্তব্য রাখেন রেডিও তেহরান বাংলা’র ভারতের মনিটর এস এম নাজিম উদ্দিন এবং বিশিষ্ট সাংবাদিক ও নিউ ইয়র্ক বাংলা’র সম্পাদক আকবর হায়দার কিরণ।
এরপর কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ। তিনি বাংলাদেশে রেডিও তেহরানের ফ্যান ক্লাব গঠনের প্রেক্ষাপট, নতুন ক্লাব গঠনে ইচ্ছুকদের সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে তিনি ২০২১ ও ২০২২ সাথে শ্রেষ্ঠ সংগঠনের স্বীকৃতি দেওয়ায় রেডিও তেহরান বাংলা বিভাগকে ধন্যবাদ জানান।
এসময় তিনি নবগঠিত ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসকে ক্রেস্ট উপহার দেন। আর রেডিও তেহরানের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদককে শুভেচ্ছা উপহার দেন প্রিয়জন ও রংধনু আসর-এর প্রযোজক আশরাফুর রহমান।
অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে জুমা নামাজের বিরতি দেওয়া হয়। বিরতির পর রেডিও তেহরান ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ-এর পক্ষ থেকে সিনিয়র শ্রোতা হোসেন আবেদ আলী, ফেরদৌস হোসেন ও আলমগীর হোসেনকে দেওয়াল ঘড়ি এবং অতিথিদেরকে সম্মাননা স্মারক উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন বীথি কুইন। সংগীত পরিবেশন করেন কাইফুল ইসলাম বাঁধন, মো. মহিউদ্দিন মোখদুম ও অনন্ত কুমার রায়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্লাবের উদ্বোধন উপলক্ষে কেক কাটা এবং মিষ্টি বিতরণ করা হয়। সভাপতির সমাপনী বক্তব্য এবং ফটো সেশন-এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পার্সটুডে।