আইআরআইবি’র টিভি উপস্থাপক কাসেম আফসার আর নেই
পোস্ট হয়েছে: মে ১৭, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/05/2785148.jpg)
ইরানের আইআরআইবি’র টেলিভিশন উপস্থাপক কাসেম আফসার ৬৭ বছর বয়সে মারা গেছেন। তিনি তিন দশক ধরে তার পেশাগত দায়িত্বপালনের মধ্যে দিয়ে দর্শকনন্দিত ছিলেন। গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি তেহরানে তার বাসায় মারা যান। আশির দশকের শুরুতে তিনি তার পেশাগত দায়িত্ব পালন করেন। রেডিও ও টিভিতে তিনি ছিলেন উপস্থাপনায় বেশ পারদর্শী। ১৯৮০ থেকে ১৯৮৮ সালে ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের খবরাখবর উপস্থাপনায় তিনি বিশেষ দক্ষতার পরিচয় দেন। ২০০৯ সালে তিনি অবসর নেন। এরপর বেন্ট ওল-হোদা নামে একটি দাতব্য প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে যোগ দেন কাসেম আফসার। তার মেয়ে মারা যাওয়ার পর তিনি এ দাতব্য প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। তার মৃত্যুতে আইআরআইবি’এর ব্যবস্থাপনা পরিচালক আব্দোলালি আলী-আসগারি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।-তেহরান টাইমস