আইআইএইচএফ আইস হকি নারী এশিয়ার ফাইনালে ইরান
পোস্ট হয়েছে: মে ৭, ২০২৩
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2023/05/4513120.jpg)
ইরান শনিবার সিঙ্গাপুরকে ৩-০ গোলে পরাজিত করে ২০২৩ আইআইএইচএফ আইস হকি নারী এশিয়া এবং ওশেনিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ নিশ্চিত করেছে।টিম মেল্লি এর আগের ম্যাচে ভারতকে ১৭-১, কুয়েতকে ২০-০, কিরগিজস্তানকে ২৬-০ এবং সংযুক্ত আরব আমিরাতকে ১৪-০ পয়েন্টে হারায়।
আগের দিন, থাইল্যান্ড ভারতকে ১৩-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।রোববার ফাইনাল ম্যাচে ইরানের মুখোমুখি হবে থাইল্যান্ড। আর ভারত ব্রোঞ্জ পদকের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। ইভেন্টটি ৩০ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়ে শেষ হবে ৭ মে। সূত্র: তেহরান টাইমস।