অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবে ইরানের পাঁচ ছবি
পোস্ট হয়েছে: জুন ২৪, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/06/2493425.jpg)
ব্রাজিলে আসন্ন আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব ‘অ্যানিমা মুন্ডি ২০১৭’তে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে ইরানের পাঁচটি অ্যানিমেশন ছবি। উৎসবের এবারের ২৫তম আসরে প্রদর্শনের জন্য ৪৫টি দেশের সর্বমোট ৩৪৫টি অ্যানিমেশন চলচ্চিত্রকে বাছাই করেছেন আয়োজকরা।
‘অ্যানিমা মুন্ডি ২০১৭’ চলচ্চিত্র উৎসবের আয়োজকেরা তাদের ওয়েবসাইটে এই ঘোষণা দিয়েছেন। আগামী জুলাই মাসে ব্রাজিলের রিও ডি জেনেইরো ও সাও পলোতে এটি অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মাদ রেজা খেরাদমান্দ পরিচালিত ‘এনট্রেক্ট’ ও মইন সামাদি পরিচালিত ‘জমশিদ, এ ল্যামেন্ট’ উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে।
অন্যদিকে, পুয়া আফজালি পরিচালিত ‘ইনফ্লাটেড হেড’, মইন মানসুরিফার্দ পরিচালিত ‘ডাব্লিউ.এ.আর’ ও শিভা সাদেক-আসাদি পরিচালিত ‘ম্যানড অ্যান্ড ম্যাচো’ উৎসবের ইন্টারন্যাশনাল প্যানোরামা বিভাগে প্রদর্শীত হবে। সূত্র: তেহরান টাইমস।