শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবে ইরানের দুই ছবি

পোস্ট হয়েছে: মে ৯, ২০১৭ 

news-image

চেক প্রজাতন্ত্রের ত্রিবোন শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক অ্যানিমেশন চলচ্চিত্র উৎসব ‘অ্যানিফিল্ম ফেস্টিভ্যাল’ রোববার শেষ হয়েছে। গত ২ মে শুরু হওয়া এই উৎসবে অংশ নেয় ইরানের দুটি অ্যানিমেশন ছবি।

সেয়্যেদ মোহামাদেজা খারদমন্দন পরিচালিত ‘ইন্টারঅ্যাক্ট’ ছবিটি উৎসবের শর্ট ফিল্ম বিভাগে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। অন্যদিকে, সামানেহ শোজাইয়ি পরিচালিত ‘অ্যাসক্রাইবড অ্যাচিভমেন্ট’ ছবিটি ছাত্র বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে দেখানো হয়।

তেহরান টাইমসের খবরে বলা হয়, ৩ডি অ্যানিমেশন ছবি ‘ইন্টারঅ্যাক্ট’ ইসরাইলি স্নাইপার ডেভিড ডি ওভাদিয়ার কাহিনি অবলম্বনে নির্মিত। যে একদিনে গাজার ১৩টি শিশুকে হত্যা করে দম্ভ করেছিল।

অন্যদিকে, ‘অ্যাসক্রাইবড অ্যাচিভমেন্ট’ এক ব্যক্তিকে ঘিরে নির্মিত যে তার অনুপযুক্ত চেহারার জন্য অসন্তুষ্ট হয় এবং একারণে সে তার জীবনাবসানের সিদ্ধান্ত নেয়। কিন্তু তার ব্যর্থ আত্মহত্যা তার জীবনে নতুন একটি পরিস্থিতি তৈরি করে।

সূত্র: টেহরান টাইমস।