রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

অ্যাথলেটিক চ্যাম্পিয়নশীপে সোনা জিতলেন ইরানের হাদ্দাদি

পোস্ট হয়েছে: জুলাই ৯, ২০১৭ 

news-image

ভারতে চলমান ২০১৭ এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে সোনা জিতেছেন ইরানি ডিসকাস থ্রোয়ার (চাকতি নিক্ষেপকারী) এহসান হাদ্দাদি। ৬৪ দশমিক ৫৪ মিটার দূরত্বে চাকতি নিক্ষেপ করে তিনি প্রথম স্থান অধিকার করেছেন।

অন্যদিকে, মালয়েশিয়ার ইরফান মুহাম্মাদ ৬০ দশমিক ৯৬ মিটার দূরত্বে চাকতি নিক্ষেপ করে রৌপ্যপদক জিতেছেন। চাকতি নিক্ষেপে ব্রোঞ্জপদক জিতেছে স্বাগতিক ভারত। ৬০ দশমিক ৮১ মিটার দূরত্বে চাকতি নিক্ষেপ করে ভারতের বিকাস গাওদা ব্রোঞ্জপদক জয় করেন।

ইরান এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপের এবারের ২২তম আসরে সোনা জয়ের মধ্য দিয়ে তিনবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নশীপে সোনা জিতলো।

ভারতের ভুবেনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে ৬ জুলাই চ্যাম্পিয়নশীপের পর্দা উঠেছে। চলবে ৯ জুলাই পর্যন্ত। এতে ৪৫টি দেশের ৮০০ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। সূত্র: মেহের নিউজ।