রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

অ্যাকাডেমিক মানে বিশ্ব সেরার তালিকায় ৫৯টি ইরানি বিশ্ববিদ্যালয়

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০২২ 

news-image

অ্যাকাডেমিক মানের দিক থেকে বিশ্বের শীর্ষ তিন হাজার প্রতিষ্ঠানের মধ্যে স্থান পেয়েছে ইরানের মোট ৫৯টি বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বাই অ্যাকাডেমিক পারফরম্যান্স (ইউআরএপি) প্রকাশিত ২০২১-২০২২ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।ইউআরএপি র‌্যাঙ্কিং সিস্টেমে অ্যাকাডেমিক মানের উপর নজর দেওয়া হয়। ইউআরএপি বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যাকাডেমিক পারফরম্যান্সের ভিত্তিতে অবস্থান প্রকাশ করতে ৩ হাজার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান (এইচইআই) সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। নিবন্ধ, উদ্ধৃতি, মোট নথি, নিবন্ধের মোট প্রভাব, উদ্ধৃতির মোট প্রভাব, এবং আন্তর্জাতিক সহযোগিতা সহ বেশ কয়েকটি সূচকের ভিত্তিতে এই তথ্য সংগ্রহ করা হয়।তালিকায় তিনটি ইরানি প্রতিষ্ঠান ৫০০-এর মধ্যে রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো তেহরান ইউনিভার্সিটি, তেহরান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সেস এবং তারবিয়াত মোদাররেস ইউনিভার্সিটি।তালিকায় শীর্ষে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এরপর রয়েছে ইউনিভার্সিটি অব টরন্টো, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।এর আগে এই র‌্যাঙ্কিং সিস্টেমের ২০২০-২০২১ প্রতিবেদনে ৫৬টি ইরানি বিশ্ববিদ্যালয় স্থান পায়। সূত্র: তেহরান টাইমস।