শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

অস্ত্র ক্রয় নয় উৎপাদনে নজর ইরানের

পোস্ট হয়েছে: নভেম্বর ১৯, ২০১৭ 

news-image

বিদেশ থেকে অস্ত্র ক্রয়ের পরিবর্তে উৎপাদনের দিকে নজর দিচ্ছে মধ্যপ্রাচ্যের উদীয়মান পরাশক্তি ইসলামি প্রজাতন্ত্র ইরান।  এমনটাই জানিয়েছেন দেশটির একজন আইনপ্রণেতা।

সম্প্রতি এক আলোচনায় আইনপ্রণেতা কামাল দেহকানি ফিরোজাবাদি বলেন, বিদেশ থেকে অস্ত্র ক্রয়ের পরিবর্তে অস্ত্রের নকশা প্রস্তুত ও উৎপাদনে দক্ষতা অর্জনের দিকে নজর দিচ্ছে তার দেশে।

তিনি বলেন, ‘‘ইরানের কৌশলে সামরিক অস্ত্র ক্রয়ের বিষয়টি অন্তর্ভুক্ত নয়। বরং পর্যাপ্ত অস্ত্র উৎপাদনের লক্ষ্য রয়েছে ইরানের।’’

রাশিয়া সম্প্রতি তুরস্ক ও সৌদি আরবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহে চুক্তি করেছে।  এ চুক্তির পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন, ইরানি এই আইনপ্রণেতা।

ইরান ২০০৭ সালে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ ক্রয় করে, যার চেয়ে আরও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০।

অস্ত্র উৎপাদনে দেশীয় সক্ষমতার বিষয়টি উল্লেখ করে ফিরোজাবাদি বলেন, দেশের প্রতিরক্ষা কৌশল বাস্তবায়নে প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রযুক্তি ও অভিজ্ঞ মানবসম্পদ রয়েছে।

তিনি আরও জানান, এস-৪০০ কিনতে রাশিয়ার সঙ্গে কোনো চুক্তি করার প্রয়োজন আছে বলে মনে করে না ইরান।