শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

অস্ত্রোপচার শেষে দেশে ফিরছেন ইরানের কারাতে অধিনায়ক আব্বাসালি

পোস্ট হয়েছে: এপ্রিল ১৪, ২০২০ 

news-image

ক্ষত চিকিৎসায় জার্মানিতে মাসব্যাপী অবস্থানের পর দেশে ফিরছেন ইরানের নারী কুমিতে কারাতে দলের অধিনায়ক হামিদেহ আব্বাসালি। সেখানে তিনি মার্চের শুরুর দিকে অনুষ্ঠিত কারাতে ১-প্রিমিয়ার লিগ সেলজবার্গ এ অংশ নিয়ে ইনজুর হন। আব্বা্সালি ইভেন্টের -৬৮ কেজি ওজন-শ্রেণির ফাইনাল বুটে ইতালীয় প্রতিপক্ষ ক্লিও ফেররাকুতির বিরুদ্ধে লড়াইয়ে আঘাত পান।

ইরানি এই নারী অ্যাথলেট কারাতে ১-প্রিমিয়ার লিগ সেলজবার্গ এর ফাইনালে ২-১ পয়েন্টে বিজয় লাভ করেন। খেলা শেষে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ইনজুরির ফলে শঙ্কা দেখা দেয় আসন্ন ২০২০ অলিম্পিক গেমসে তিনি অংশ নিতে পারবেন কিনা। কিন্তু এরই মধ্যে টোকিও অলিম্পিক পিছিয়ে যাওয়ায় সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য যথেষ্ট সময় পেলেন আব্বাসালি। ফলে অলিম্পিকে অংশ নেয়ার শঙ্কা অনেকটা কেটে গেলো এই অ্যাথলেটের।

অস্ত্রোপচারের ৩৫ দিন পর আজ রোববার (১২ এপ্রিল) রাতে তিনি তেহরানের উদ্দেশে জার্মান ত্যাগ করবেন। দেশে ফিরে কয়েকদিনের বিশ্রাম শেষে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।