অস্ট্রেলিয়ান ওপেনে ইরানের নারী টেনিস খেলোয়াড় সাফি
পোস্ট হয়েছে: অক্টোবর ৩, ২০২১
২০২০ অস্ট্রেলিয়ান ওপেনে জায়গা করে নিয়েছে ইরানের নারী টেনিস খেলোয়াড় মেশকাতোলজাহরা সাফি। শনিবার শিমকেন্ট আইটিএফ আন্তর্জাতিক টুর্নামেন্টে জয়ের পর সে অস্ট্রেলিয়ান ওপেনে জায়গা নিশ্চিত করে।
ইরানের ওপেন টেনিস খেলোয়াড় সাফি জুনিয়র শিমকেন্ট আইটিএফ আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনাল ম্যাচে কাজাখস্তানের প্রতিপক্ষকে ২-১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শিমকেন্ট আইটিএফ আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের আগে সে ৩০৬ পয়েন্ট নিয়ে বিশ্বে ২১৮ তম অবস্থানে ছিল। সর্বশেষ এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে নতুন ১৭০ পয়েন্ট সংগ্রহ করে বিশ্ব টেনিস ফেডারেশনের নতুন তালিকায় ১৩৭তম অবস্থানে উঠে আসে সাফি।
সাফিই হচ্ছে ইরানের প্রথম অনূর্ধ্ব-১৮ টেনিস খেলোয়াড় যে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।