অস্ট্রিয়ায় মাসব্যাপী প্রশিক্ষণে ইরানের নারী স্কি টিম
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৬, ২০১৭

ইরানের নারী আলপাইন স্কি টিম মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশে তেহরান ত্যাগ করেছে। অস্ট্রিয়ার হিন্টারটুক্স ক্যাম্পসাইটে দীর্ঘ একমাস এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
মূলত পাহাড়ি এলাকা এবং বরফে ঢাকা পথে দুই পায়ে দুটি বিশেষ বোর্ড লাগিয়ে এগিয়ে যাওয়ার বিশেষ খেলা স্কি, যা বিশ্বের বিভিন্ন দেশে বেশ পরিচিত। আর এ খেলার ওপর প্রশিক্ষণ নিতেই দেশটিতে গেছেন ফার্সি স্কি দল।
ইরানের নারী স্কি টিমের নেতৃত্বে আছেন সামিরা জারগারি। তার নেতৃত্বে স্কি টিম অস্ট্রিয়ার উদ্দেশে তেহরান ত্যাগ করেছে বলে সোমবার জানিয়েছে ফার্সি গণমাধ্যম।
সেখানে স্কি প্রশিক্ষণের পাশাপাশি ইরানি অ্যাথলেটরা শরীরচর্চা কার্যক্রমেও অংশ নেবেন।
বর্তমানে অস্ট্রিয়ার ক্যাম্পসাইটে ইরানি স্কি খেলোয়াড়রা ছাড়াও বিশ্বের ৫০টি দেশের জাতীয় অ্যাথলেটরা অবস্থান করছেন। সূত্র: মেহের নিউজ।