বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

অস্ট্রিয়ায় ইরানি কার্টুনিস্টের বিশেষ পুরস্কার জয়

পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০২০ 

news-image

অস্ট্রিয়ায় রেড বুল মিডিয়া হাউজে বিশেষ পুরস্কার জিতেছে ইরানি কার্টুনিস্ট রাসুল হাজিজাদেহ। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও কোভিড-১৯ নিয়ে রম্যচিত্র এঁকে তিনি এই স্পেশাল অ্যাওয়ার্ড লাভ করেন।

হাজিজাদেহ সাম্প্রতিক মাসগুলোতে তিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাস্যরস এবং গ্রাফিক্সে সম্মানজনক ডিপলোমা লাভ করেন। চীন, কেনিয়া ও কলোম্বিয়া থেকে তিনি ওই তিন ডিপলোমা লাভ করেন। এনিয়ে তিনি ৮৩টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার জিতলেন।

রেড বুল মিডিয়া হাউজ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ উৎসব। অস্ট্রিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের ৬৮টি দেশের ৪৮০ জন কার্টুনিস্টের ৪ হাজার ২১৭টি শিল্পকর্ম অংশ নেয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।