অস্কার বিবেচনায় ইরানের ১০ চলচ্চিত্র চূড়ান্ত
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০১৭
ইরানের ৯ জন চলচ্চিত্র তারকার সমন্বয়ে একটি মূল্যায়ন কমিটি অস্কার প্রতিযোগিতায় ১০টি চলচ্চিত্র বাছাই করেছে। এসব চলচ্চিত্র পাঠানো হবে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কমিটির কাছে। বিদেশি ভাষার ক্যাটাগরিতে চলচ্চিত্রগুলো প্রতিযোগিতায় অংশ নেবে।
৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সেরেমনি আগামী বছর ৪ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুরু হবে। অস্কার আয়োজনে চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আগামী ২ অক্টোবর। ইরানের ওই ১০টি চলচ্চিত্র হচ্ছে , ‘দি মিডডে ইভেন্ট’, ‘দি ভিলা টেন্যান্টস’, ‘টুয়েন্টি-ওয়ান ডেস লেটার’, ‘সাবডিউয়েড’, ‘রেড নেইল পলিশ’, ‘মাই ব্রাদার খোসরো’, ‘এ হাউস অন ফোরটি ওয়ান স্ট্রিট’, ‘মালারিয়া’, ‘ব্রেথ’ ও ‘ ইনভারসন’।
সূত্র: তেহরান টাইমস।