মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

অস্কারে ১৪ আন্তর্জাতিক চলচ্চিত্রের সাথে লড়বে ‘অ্যা হিরো’

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৩, ২০২১ 

news-image

আসন্ন ৯৪তম অস্কারের ১০টি বিভাগে সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে দ্যা অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস।সংক্ষিপ্ত তালিকার ভোটাভুটি গেল ১৫ ডিসেম্বর শেষ হয়েছে। আনুষ্ঠানিক পর্বে এর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা চলচ্চিত্রটিকে৷ সেরা ছবির মনোনয়নের ভোট শুরু হবে বৃহস্পতিবার ২৭ জানুয়ারি এবং শেষ হবে মঙ্গলবার ১ ফেব্রুয়ারি। এরপর পালা বিভিন্ন বিভাগে সেরা ছবিগুলোর নাম ঘোষণা।অস্কারে অন্যান্য বিদেশি ছবি “গ্রেট ফ্রিডম” (অস্ট্রিয়া), “প্লেগ্রাউন্ড” (বেলজিয়াম), “লুনানা: অ্যা ইয়াক ইন দ্যা ক্লাসরুম” (ভুটান), “ফ্লি” (ডেনমার্ক), “কমপার্টমেন্ট নাম্বার সিক্স” (ফিনল্যান্ড), “আই অ্যাম ইয়র ম্যান (জার্মানি), “ল্যাম্ব” (আইসল্যান্ড), “দ্যা হ্যান্ড অব গড” (ইতালি), “ড্রাইভ মাই কার” (জাপান), “হাইভ” (কসোভো) , “প্রেয়ার ফর দ্যা স্টোলেন” (মেক্সিকো), “দ্যা ওর্সট পারসন অব দ্যা ওয়ার্ল্ড (নরওয়ে), “প্লাজা ক্যাটেড্রাল” (পানামা), “দ্যা গুড বস” (স্পেন) এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আসগর ফারহাদি পরিচালিত, “অ্যা হিরো”।অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ২০২২ তথা আসন্ন অস্কারে অংশ নিতে যাওয়া ইরানি চলচ্চিত্রটিতে মেয়েকে দিয়ে অভিনয় করিয়েছেন প্রশংসিত চলচ্চিত্রকার ফারহাদি। বাবার পরিচালনায় মেয়ের অভিনয় ‘অ্যা হিরো’র অন্যতম চমক। অস্কারজয়ী ‘অ্যা সেপারেশন’ সিনেমার পর  নিজের পরিচালিত কোনো সিনেমাতে মেয়েকে দিয়ে অভিনয় করিয়েছেন ফারহাদি।‘অ্যা হিরো’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। উৎসবের প্রধান প্রতিদ্বন্দ্বিতা বিভাগ থেকে লাভ করে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার। ইরানি ড্রামাটিতে অভিনয় করেছেন আমির জাদিদি, মোহসেন তানাবান্দেহ, ফেরেশতে সাদর ওরাফাই ও সারিনা ফারহাদি প্রমুখ শিল্পী। সূত্র: মেহর নিউজ এজেন্সি।