রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

অস্কারে সেরা ছবির লড়াইয়ে ইরানের “অ্যা হিরো”

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩০, ২০২২ 

news-image

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ৯৪তম অ্যাকাডেমি পুরস্কার তথা অস্কারে সেরা ছবির লড়াইয়ে অংশ নিয়েছে বিশ্বের ২৭৬টি চলচ্চিত্র। এসব ছবির মধ্যে স্থান পেয়েছে ইরানি চলচ্চিত্র নির্মাতা আসগার ফারহাদির ‘অ্যা হিরো’। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক ঘোষণায় এই তথ্য জানায়।অস্কারের প্রতিযোগীদের তালিকায় রয়েছে “বিয়িং দ্যা রিকারডোস” (অ্যামাজন স্টুডিওজ), “বেলফাস্ট” (ফোকাস ফিচার), “সি’মন সি’মন” (অ্যাটোয়েন্টিফোর), “ক্যান্ডিম্যান” (ইউনিভারসাল পিকচার), “সিওডিএ” (অ্যাপল অরিজিনাল ফিল্মস), “ডিউন” (ওয়ার্নার ব্রাদার্স), “এনক্যান্টো” (ওয়াল্ট ডিজনি পিকচার্স), “হাউস অফ গুচি” (এমজিএম/ইউনাইটেড আর্টিস্টস রিলিজিং), “নাইটমেয়ার অ্যালি” (সার্চলাইট পিকচার্স), “প্যারালাল মাদারস ” (সনি পিকচার্স ক্লাসিক), “দ্যা পাওয়ার অব দ্যা ডগ” (নেটফ্লিক্স), “অ্যা কোয়াইট প্লেস পার্ট সেকেন্ড” (প্যারামাউন্ট পিকচার্স), “স্পেন্সার” (নিয়ন/টপিক স্টুডিওস), “স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম” (সনি পিকাচার) এবং “ওয়েস্ট সাইড স্টোরি” (বিংশ শতাব্দী স্টুডিও)।জাপানের “ড্রাইভ মাই কার”, ইতালির “দ্যা হ্যান্ড অব গড”, ইরানের “অ্যা হিরো” এবং নরওয়ের “দ্যা ওয়ার্স্ট”-এর মতো সেরা আন্তর্জাতিক ফিচারগুলো অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে। চূড়ান্ত নির্বাচিত চলচ্চিত্রগুলো সেরা ছবির জন্য প্রতিযোগিতা করবে।ইরানি ফিচার চলচ্চিত্র “অ্যা হিরো” ২১ জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহের রুপালি পর্দায় প্রদর্শিত হয়েছে।মনোনয়ন ভোট ২৭ জানুয়ারি শুরু হবে এবং শেষ হবে ১ ফেব্রুয়ারি। মনোনয়ন ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি। সূত্র: ইসনা।