মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

অস্কারে লড়ার যোগ্যতা অর্জন করলো ইরানের ‘সং স্প্যারো’

পোস্ট হয়েছে: মার্চ ৫, ২০২০ 

news-image

অস্কার ২০২১ এ লড়ার যোগ্যতা অর্জন করলো ইরান ও ডেনমার্কের যৌথ প্রযোজনার ছবি ‘‘সং স্প্যারো’’ । চলচ্চিত্রকার ফারজানেহ অমিদভারনিয়া পরিচালিত চলচ্চিত্রটি চিলির ২০তম লেবু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন ছবির পুরস্কার লাভ করে। উৎসবটির সেরা ছবির খেতাব কুড়িয়ে অস্কারে অংশ নেওয়ার এই যোগ্যতা অর্জন করে চলচ্চিত্রটি।

অ্যানিমেশনটিতে একদল শরণার্থীর কাহিনি তুলে ধরা হয়েছে। যারা ভালো জীবন যাপনের সন্ধ্যানে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। সীমান্ত পাড়ি দেওয়ার জন্য তারা একজন চোরাচালানীকে অর্থ পরিশোধ করেন। হিমায়িত একটি গোস্তের ট্রাকের পেছনে করে তারা নিরাপদ একটি দেশে পাড়ি দেন।  

‘‘সং স্যারো’’ তে পতুল অ্যানিমেশন ব্যবহার করে পুরো গল্প তুলে ধরা হয়েছে। ২০১৫ সালের অস্ট্রিয়ায় সংঘটিত একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে ছবিটি নির্মিত হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।