শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

অস্কারে যাচ্ছে ইরানের ‘ইন দ্য আর্মস অফ দ্য ট্রি’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০২৪ 

news-image

এবছর ইরান থেকে অস্কারে যাচ্ছে বাবাক খাজে পাশা পরিচালিত প্রথম ফিচার ফিল্ম ‘ইন দ্য আর্মস অব দ্য ট্রি’। চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে ২০২৫ একাডেমি অ্যাওয়ার্ডে ইরানের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছে।

ফারাবি সিনেমা ফাউন্ডেশনের বাছাই কমিটির ১০ দিনের পর্যালোচনা প্রক্রিয়ার পরে ছবিটি অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটি গত অক্টোবর থেকে স্থানীয়ভাবে প্রদর্শিত যোগ্য চলচ্চিত্রগুলির মূল্যায়ন করে এই সিদ্ধান্ত নেয়।

নয় সদস্যের কমিটি সর্বসম্মতিক্রমে তিনটি চূড়ান্ত প্রতিযোগীর মধ্যে থেকে ‘ইন দ্য আর্মস অব দ্য ট্রি’ বেছে নেওয়া হয়।

চূড়ান্ত হওয়া অন্যান্য ছবিগুলোর মধ্যে রয়েছে আহমেদ বাহরামি পরিচালিত ফিচার ফিল্ম ‘দ্য সাইলেন্ট সিটি’ এবং আলিরেজা দেহগানের ডকুমেন্টারি ‘ইসটিস’। সূত্র: তেহরান টাইমস