অস্কারে ইরানের প্রতিনিধিত্ব করবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২২

২০২৩ সালের অস্কারে ইরানি সিনেমার প্রতিনিধিত্ব করবে হুমান সেয়েদির চলচ্চিত্র ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’।
ইরানি চলচ্চিত্র কমিটির সদস্যরা ৯৫তম একাডেমি পুরস্কারে পাঠানোর জন্য ইরানি চলচ্চিত্রের প্রতিনিধি হিসেবে চলচ্চিত্রটিকে বেছে নিয়েছেন।
‘ওয়ার্ল্ড ওয়ার থ্রি’ ২০২২ সালে নির্মিত ইরানি থ্রিলার ড্রামা চলচ্চিত্র। ছবিটির সহ-রচনা, পরিচালনা, প্রযোজনা এবং সম্পাদনার কাজ করেছেন হুমান সেয়েদি। ছবিতে অভিনয় করেছেন মোহসেন তানাবন্দেহ, মাহসা হেজাজি, নেদা জেব্রেইলি এবং নাভিদ নোসরাতি।
ইরানি চলচ্চিত্র ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ ইতালিতে অনুষ্ঠিত ৭৯তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওরিজোন্টি (হরাইজন্স) বিভাগে দুটি পুরস্কার জিতেছে।
সূত্র: মেহর নিউজ।