অস্কারে ইরানের প্রতিনিধিত্ব করবে মাজিদির ‘দ্যা সান’
পোস্ট হয়েছে: নভেম্বর ১২, ২০২০

২০২১ অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক বিদেশি ভাষার ছবি হিসেবে ইরানের হয়ে প্রতিনিধিত্ব করবে প্রখ্যাত চলচ্চিত্রকার মজিদ মাজিদির ‘দ্যা সান’। অস্কারের জন্য ইরানের সিনেমা বাছাই কমিটির মুখপাত্র রাইদ ফরিদজাদেহ এই ঘোষণা দিয়েছেন।
তিনি জানান, এবছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য প্রাথমিকভাবে ১২টি ছবির সংক্ষিপ্ত তালিকা করা হয়। এসব চলচ্চিত্রের মধ্য থেকে বাছাই কমিটি ‘দ্যা সান’কে এ বছর ইরান থেকে অস্কারে পাঠানোর জন্য চূড়ান্তভাবে মনোনীত করেন।
‘দ্যা সান’ ছবিটিতে ১২ বছর বয়সী বারক আলি ও তার তিন বন্ধুর গল্প তুলে ধরা হয়েছে। বেঁচে থাকার লড়াইয়ে ও পরিবারের সহায়তায় তারা একত্রে কঠোর পরিশ্রম করে। তারা একটি গ্যারেজে ছোটখাটো একটা কাজ নেয়। দ্রুত টাকা আয় করতে গিয়ে ছোট অপারাধে জড়িয়ে পড়ে।
এরআগে ৭৭তম ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রখ্যাত চলচ্চিত্রকার মজিদ মাজিদির ছবিটি অ্যাওয়ার্ড জিতে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।