অস্কারের বেস্ট পিকচারে ইরানি ‘দ্যা লাস্ট ফিকশন’
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৯, ২০১৯

৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের বেস্ট পিকচার বিভাগে দেখানোর জন্য যোগ্যতা অর্জন করেছে ইরানি ছবি ‘দ্যা লাস্ট ফিকশন’। নির্মাতা আশকান রাহগোজারের ছবিটি এই বিভাগে দেখানোর জন্য ৩৪৪টি ছবির সঙ্গে মনোনীত হয়েছে।
ইরানি চলচ্চিত্রের ইতিহাসে সিনেমা শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় অ্যানিমেশন ছবি ‘দ্যা লাস্ট ফিকশন’। ছবিটি ইতোমধ্যে কার্টুন ছবির তালিকায় স্থান পেয়েছে। ‘দ্যা লাস্ট ফিকশন’ এই বিভাগের চূড়ান্ত মনোনীত ৫টি ছবির সাথে বেস্ট অ্যানিমেশন ফিচার ফিল্ম বিভাগে অন্যান্য ৩২টি ছবির সঙ্গে দেখানো হবে।
পারস্য কবি ফেরদৌসির মহাকাব্য ‘শাহনামা’র একটি কাহিনি অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে। পারসিয়ার জমসিদের সিংহাসনে জাহাকের বিশ্বাসঘাতকতামূলক উত্থান নিয়ে ছবির গল্প আবর্তিত হয়েছে। ছবিটিতে তুলে ধরা হয়েছে, তরুণ সাদাসিধে নায়ক আফারিদুন কিভাবে রাজ্য ও রাজ্যের অধিবাসীদের অন্ধকার থেকে বাঁচানোর চেষ্টা করেন তার চিত্র।
‘লাস্ট ফিকশনে’ গান গেয়েছেন ভোকালিস্ট শাহরাম নাজেরি। ছবিটির সকল চরিত্রে যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন পারভিজ পরাস্তুই, লেইলা হাতামি, হামেদ বেহদাদ, বারান কাওসারি, আশখান খতিবি, আকবার জাঞ্জানপুর ও ফররুখ নেমাতি।
৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা হবে ১৩ জানুয়ারি। ক্যালিফোর্নিয়ার হলিউডের ডলবি থিয়েটারে অস্কার পুরস্কার দেয়া হবে ৯ ফেব্রুয়ারি। সূত্র: ইরান ডেইলি।