অস্কারের বাছাইপর্ব হিসেবে গণ্য হবে তেহরানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব
পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০২১

বিশ্বের অন্যতম সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) এর বাছাই পর্ব হিসেবে বিবেচিত হবে তেহরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। শনিবার তেহরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের প্রধান আয়োজক সংগঠন ইরানিয়ান ইয়ুথ সিনেমা সোসাইটি (আইওয়াইসিএস) এই ঘোষণা দিয়েছে। এখন থেকে ইরানি এই চলচ্চিত্র উৎসবের বিজয়ী ছবিগুলো অস্কারে প্রতিদ্বন্দ্বিতার যোগ্য হিসেবে বিবেচিত হবে।
আইওয়াইসিএস পরিচালক সাদেক মুসাভি বলেন, আমাদের গত সপ্তাহের শেষের দিকে জানানো হয়েছে, উৎসবটি অস্কারের জন্য একটি প্রবেশ পথ হিসেবে গণ্য হবে। এশিয়ার কিছু উৎসবের এই মর্যাদা রয়েছে। যেমন উত্তর আফ্রিকার মিশর, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও ভারত অস্কারের বাছাই উৎসবের মর্যাদা পেয়েছে।
তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী দশ হাজারের অধিক উৎসব আয়োজিত হয়। এসবের অধিকাংশ অনির্ভরযোগ্য। এদিকে তেহরান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের বিশ্বে ভালো অবস্থান রয়েছে। এটি সিদ্ধান্তগতভাবে জনপ্রিয় না হলেও পশ্চিম এশিয়ার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচিত হতে পারে। সূত্র: তেহরান টাইমস।