মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

অস্কারের চূড়ান্ত মনোনয়ন পেল ইরানের ‘অ্যাম আই অ্যা উল্ফ’

পোস্ট হয়েছে: জানুয়ারি ৫, ২০২১ 

news-image

২০২১ অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত মনোনয়ন পেল ইরানি অ্যানিমেশন ‘অ্যাম আই অ্যা উলফ’। চলচ্চিত্রকার হোশাঙ মইনের চলচ্চিত্রটি এবারের অস্কারের অ্যানিমেশন শর্ট ফিল্ম বিভাগে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবে প্রতিবছর সেরা অ্যানিমেশনগুলোকে পুরস্কার দেয়া হয়। বিশ্বের সর্বাধিক সুন্দর, উদ্ভাবনী এবং স্বতন্ত্র অ্যানিমেশন এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে।

অস্কার পুরস্কারের এই চূড়ান্ত মনোনয়ন তালিকায় এবার স্থান করে নিল ইরানি অ্যানিমেশন ‘অ্যাম আই অ্যা উল্ফ’। চলচ্চিত্রটি এ পর্যন্ত ১৫টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছে এবং বিশ্বের ৩০টিরও অধিক উৎসবে দেখানো হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।