শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

অশ্রুর অস্ত্র, শোকের শক্তি

পোস্ট হয়েছে: অক্টোবর ২৮, ২০২১ 

মুহাম্মাদ আশিকুর রহমান

অশ্রু দিয়েই পেলেন ক্ষমা নবী আদম শেষে,
নূহের নামটি নূহ হয়েছে অশ্রুনদে ভেসে।

ইব্রাহীমের অশ্রুকণা নেভায় আগুন শোনো,
ইয়াকুব নবীর অশ্রু ঝরে বাঁধ মানে না কোনো।

ইউনুস নবীর মুক্তি মেলে- অশ্রু সাথে দোয়া,
ঈসা নবীর ঊর্ধ্বে গমন অশ্রু দিয়ে ছোঁয়া।

মূসার হাতে লাঠির চেয়েও অশ্রু বেশি বল,
সুলাইমানের আংটি বলে ঝরাও অশ্রুজল।

অশ্রু দিয়ে যুদ্ধ জেতেন দাউদ-তালুত সেনা,
অশ্রু দিয়ে খিজির বাঁচেন, আর তাঁকে যায় চেনা।

জরা কালে পুত্র পেলেন জাকারিয়া কেঁদে,
ইয়াহইয়া তাঁর শহীদ হলেন অশ্রুশোকের ভেদে।

ইদ্রিস নবী অশ্রু বলে মারুফ হলেন জ্ঞানে,
শীষ নবী তাঁর সহিফা পেলেন অশ্রুপ্রেমের ধ্যানে।

হূদের দোয়া, অশ্রু বলে মূর্তি ধসে পড়ে,
অশ্রু দাওয়ায় এত রাসূল ইসহাক নবীর ঘরে,

অশ্রু দিয়েই লড়েন হারুন তুর সিনিনের ধারে,
শুয়াইব নবীর কওম ধ্বংস তাঁরই অশ্রু ভারে।

অশ্রুস্রোতে ভেসে আসে ইসমাইলের নহর,
লূত নবীর অশ্রু গুণে দূর হয়ে যায় কহর।

সালেহ নবী অশ্রু দিয়ে সৃষ্টি করেন উট,
সারাহ বিবির মানকে অশ্রু দেয় নি হতে লুট।

ইলিয়াস নবী আজও বাঁচেন অশ্রু রিযিক দিয়ে,
উযাইরের রাজাত যেন অশ্রু তাঁরই পিয়ে।

শামায়ুনের অশ্রু জাহিল, বাতিল করে নাশ,
ইউশা ইবনে নুনের বিজয় অশ্রু জলোচ্ছ্বাস।

মাসীহর খবর ইমরান তাঁর অশ্রু চোখে দেন,
আইয়ুব নবী অশ্রুধারায় ধৈর্য শিক্ষা নেন।

ইউসুফের অশ্রু করে অন্ধ কুয়া জয়,
দানিয়ালের অশ্রু গুণে নাই দেহ তাঁর ক্ষয়।

আল ইয়াসা শ্রেষ্ঠ হলেন অশ্রু করে পাত,
যুলকিফলের সবর বাড়ায় অশ্রুমাখা হাত।

আসিয়ারই অশ্রু তাঁকে সাহস জোগায় চাপে,
হাজার বিবির অশ্রুনাদে পাহাড়, মরু কাঁপে।

মারইয়ামের অশ্রু জোরে শিশু কথা কহে,
আল-এ-নবীর অশ্রুপ্রেমে আজও ফোরাত বহে।

আসাদ সুতার অশ্রু ভাঙ্গে ক্বাবার দেয়াল ঘাতে,
আবুল ফজল অশ্রু ঝরান, বীর হয়েছেন তাতে।

আবদুল্লাহ আর আমিনারই অশ্রু আনে নবী,
আবু তালিবের অশ্রু যেন দ্বীন হাফেজের ছবি।

খাদিজারই আঁতুড়ঘরে অশ্রু কারামাত,
হামযা, জাফর হলেন শহীদ গেয়ে অশ্রু নাত।

সাজ্জাদেরই অশ্রু দেখে জাগে পাষাণ দিল,
নবীর দাদার অশ্রুবানে ধ্বংস হলো ফিল।

আলীর চোখের অশ্রুবানে যায় যে থেমে ঝড়।
হাসান, হুসাইন অশ্রু দিয়ে বাঁচান খোদার ঘর।

ফাতিমারই অশ্রু গড়ে কাউসারেরই ধারা,
যাইনাব তাঁর অশ্রুসহ রোপন করেন চারা।

রাসূল ঝরান অশ্রু তাঁরই হুসাইন শহীদ হবে,
অশ্রু ছাড়া দ্বীনের পথে কে জেগেছে কবে?

অশ্রু, প্রেমে হলেন সফল সকল ইমাম, নবী,
অশ্রু ছাড়া প্রেমের রাহে কেমনে সফল হবি!

অশ্রু দিয়েই তওবা কবুল, অশ্রু দিয়েই জয়,
অশ্রু ঝরান যাঁরা, তাঁদের নেই কখনও লয়।
অশ্রু দিয়েই পারে মানুষ খোদার দিকে যেতে,
অশ্রু, প্রেমে থাকেন সকল মহামানব মেতে।

অশ্রু দিয়ে হুসাইন তোমায় সালাম জানাই হে,
রক্তে ভেজা তোমায় দেখে হায় কাঁদে না কে?
নবীর আশেক অশ্রুজলে স্মরণ তোমায় করে,
তোমার বাণী পৌঁছে দিতে কাঁদেন সমস্বরে…।