মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

অলিম্পিয়া চলচ্চিত্র উৎসবে সেরা ছবি ‘দ্যা স্কিয়ার’

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১০, ২০১৮ 

news-image

গ্রিসে সেরা চলচ্চিত্রের অ্যাওয়ার্ড জিতল ইরানি ফিচার ফিল্ম ‘দ্যা স্কিয়ার’। শিশু কিশোর বিষয়ক অলিম্পিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ২১তম আসরে ছবিটি সেরা ছবির খেতাব কুড়িয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা ফেরেদুন নজফি।

‘দ্যা স্কিয়ার’ চলচ্চিত্রটি জোলি নামে এক কিশোরের কাহিনি নিয়ে আবর্তিত। সে নিয়মিত পাহাড়ে রেসে অংশ নিত। একদিন বিকেলে সে রেস শুরুর আগ মুহূর্তে পাহাড়ি একটি ছাগলকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়। যে ছাগলটিকে একটি প্রথাগত অনুষ্ঠান উপলক্ষে উৎসর্গ করা হয়েছিল।

‘দ্যা স্কিয়ার’ মূলত একটি এথনো-ফিকশনাল ফিচার ছবি। এতে উপজাতীয় ঐতিহ্য বিলীন হয়ে যাওয়ার ঘটনা চিত্রিত করা হয়েছে। ছবিটিতে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নৃতাত্ত্বিক সম্প্রদায় বখতিয়ারি জনগোষ্ঠীর স্বরূপ ফুটে তোলা হয়েছে।

শিশু কিশোর বিষয়ক ২১ম অলিম্পিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গ্রিসে ১ ডিসেম্বর শুরু হয়, উৎসবের পর্দা নামে ৮ ডিসেম্বর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।