রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

অলিম্পিয়া উৎসবে দুই ইরানি সিনেমার পুরস্কার জয়

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১২, ২০২৪ 

news-image

গ্রিসের পিরগোসে অনুষ্ঠিত শিশু ও যুবকদের ২৭তম অলিম্পিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে দুই ইরানি ছবি। পুরস্কার বিজয়ী দুই ছবি হচ্ছে, হোসেইন মোলায়েমি ও শিরিন সোহানি পরিচালিত ইরানি শর্ট অ্যানিমেশন ‘ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস’ এবং আতিয়ে জারে আরন্দির ফিচার ডকুমেন্টারি ‘গ্র্যান্ড মি’।

‘ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস’ ইভেন্টে সেরা অ্যানিমেশন শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে। অলিম্পিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামে ৭ ডিসেম্বর। খবর বার্তা সংস্থা ইসনার।

২০-মিনিটের অ্যানিমেশন ‘ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস’ নির্মাণ করেছে ইনস্টিটিউট ফর দ্য ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ইয়াং অ্যাডাল্টস (আইআইডিসিওয়াইএ)-কানুন। মুভিটি এখন পর্যন্ত অ্যাকাডেমি পুরস্কারের বাছাই পর্ব থেকে বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে।

ইরান ও বেলজিয়ামের ২০২৪ সালের যৌথ প্রযোজনার ছবি ‘গ্র্যান্ড মি’ উৎসবের ফিচার ডকুমেন্টারি বিভাগে বিশেষ মেনশন লাভ করেছে। সূত্র: তেহরান টাইমস