অলিম্পিক মেডেল জেতার সুযোগ রয়েছে ইরানের
পোস্ট হয়েছে: মে ৩, ২০২০

ইতালির সাবেক ভলিবল কোচ মাউরো বেররুটো বিশ্বাস করেন, আসন্ন অলিম্পিক গেমসে মেডেল জেতার সুযোগ রয়েছে ইরানের জাতীয় দলের। তিনি বলেছেন, মেডেল জয়ের বিষয়টি নির্ভর করছে তারা গেমটির জন্য কেমন প্রস্তুতি নিচ্ছে তার ওপর।
মাউরো বেররুটো ইতালির তুরিনে জন্মগ্রহণ করেন। তিনি দর্শনে স্নাতক সম্পন্ন করে সিইউএস তুরিনো পাল্লাভোলোর হাত ধরে ১৯৯৪ সালে ভলিবলে ক্যারিয়ার শুরু করেন। ২০১০ সালে তিনি ইতালির কোচ হিসেবে নিয়োগ পান। একবছর পর তিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপে রোপার মেডেল লাভ করেন। তার নেতৃত্বে লন্ডনে ২০১২ অলিম্পিক গেমসে ইতালি বুলগেরিয়াকে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল লাভ করে।
ওয়ার্ল্ড লিগ ২০১৩ তে তার দল ব্রোঞ্জ পদক লাভ করে। একইবছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো রৌপ্য পদক অর্জনে ইতালিকে নেতৃত্ব দেন সাবেক এই কোচ।
তেহরান টাইমসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বেররুটো বলেন, ইরানি দল অলিম্পিক গেমসে প্রথমবারের মতো মেডেল জিততে সক্ষম। তবে মর্যাদাপূর্ণ ইভেন্টটির জন্য দলটির ভালোভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সূত্র: মেহের নিউজ এজেন্সি।