রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

অলিম্পিক ব্যাডমিন্টনে ইরানের প্রথম নারী আগায়ি

পোস্ট হয়েছে: জুন ২৯, ২০২১ 

news-image

অলিম্পিক গেমসে প্রথম নারী ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে ইরানের প্রতিনিধিত্ব করবেন সোরায়া আগায়ি। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা (বিডব্লিউএফ) ইরানের ব্যাডমিন্টন ফেডারেশনকে বিষয়টি নিশ্চিত করেছে।

বিডব্লিউএফ জানায়, ফিনল্যান্ডের আইরি মিক্কেলা ২০২০ অলিম্পিক গেম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফলে তার স্থানে জায়গা পেলেন আগায়ি।

বিডব্লিউএফ র‌্যাঙ্কিং অনুযায়ী, মিশরীয় খেলোয়াড় হাদিয়া হোসনির জায়গায় নারীদের সিঙ্গেলে ফিনল্যান্ডের মিক্কেলাকে স্থান দেয়া হয়েছিল। কিন্তু তিনি নারীদের ডাবলে অংশ নিবেন বলে বেছে নিয়েছেন। ফলে ইরানের আগায়ি অলিম্পিকে অংশ নেয়ার জন্য একটি কোটা লাভ করেন।

আগায়ি  ইরানের প্রথম নারী ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি অলিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সূত্র: তেহরান টাইমস।