অলিম্পিক বিজয়ী ইরানি অ্যাথলেটরা পাচ্ছেন গোল্ডেন বুট
পোস্ট হয়েছে: মে ৩, ২০১৬

ইরানের চার অলিম্পিক পদক বিজয়ী পাচ্ছেন গোল্ডেন বুট। এরা রিও অলিম্পিকে তাদের প্রাপ্য গোল্ডেন বুট বুঝে নেবেন। এছাড়া ইরানের একটি ফুটওয়্যার কোম্পানি দেশটির ন্যাশনাল অলিম্পিক কমিটির স্পন্সর হিসেবে এক জোড়া গোল্ডেন বুট পেতে যাচ্ছে। এধরনের গোল্ডেন বুটের আর্থিক মূল্য হচ্ছে ২২ থেকে ২৮ হাজার ডলার। ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে ইরানের খেলোয়াড়রা চারটি পদক পান। তিনটি স্বর্ণপদক জয় করেন ইরানের কুস্তিগীররা। আর একটি স্বর্ণপদক পান ভারোত্তলক বেহেদাদ সালিমি।
সূত্র: তেহরান টাইমস