অলিম্পিক পদক বিজয়ী কিমিয়া আলীজাদেহকে রুহানির অভিনন্দন
পোস্ট হয়েছে: আগস্ট ২০, ২০১৬
রিও অলিম্পিকের তায়েকোয়ান্দো প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক বিজয়ী কিমিয়া আলীজাদেহ জেনুরিনকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
তিনি তার টুইটার পেজে দেয়া বার্তায় লিখেছেন- “কিমিয়া, আমার কন্যা, তুমি ইরানের সবাইকে, বিশেষ করে তোমাদের দেশের নারীদেরকে খুশি করেছ।আমি তোমার চিরন্তন সুখ কামনা করি।”
শুক্রবার সকালে চলতি রিও অলিম্পিকে মেয়েদের ৫৭ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক জেতেন ইরানের কিমিয়া আলীজাদেহ জেনুরিন। এর মাধ্যমে অলিম্পিকে প্রথম কোনো ইরানি নারী হিসেবে পদক জেতার গৌরব অর্জন করলেন তিনি। সূত্র:পার্সটুডে