অলিম্পিক কারাতে চার কোটা নিশ্চিত ইরানের
পোস্ট হয়েছে: মার্চ ১৯, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/03/3409232.jpg)
টোকিও অলিম্পিক ২০২০ এ চারটি কোটা নিশ্চিত করেছে ইরানি কারাতেরা। করোনাভাইরাসের কারণে দুটি বড় ইভেন্ট বাতিল হওয়ায় দেশটির কুমিতে ডিসিপ্লিনের কারাতেরা অলিম্পিকে নিজেদের অবস্থান নিরাপদ করতে সক্ষম হন।
করোনাভাইরাস মহামারি মোকাবেলায় স্পেনে কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। যার অংশ হিসেবে মাদ্রিদে অনুষ্ঠিতব্য প্রথম শ্রেণির কারাতে প্রতিযোগিতা বাতিল করা হয়। ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে বাতিল করা হয় মরোক্কোর কারাতে ১-প্রিমিয়ার লিগ।
ইরানের কারাতে ফেডারেশনের তথ্য মতে, ইরান অলিম্পিকে চারটি কোটা নিরাপদ করেছে। এই চার খেলোয়াড় হলেন- বাহমান আসগারি (পুরুষ কুমিতে -৭৫ কেজি), হামিদেহ আব্বাসালি (নারী কুমিতে +৬১ কেজি), সাজ্জাদ গানজাদেহ (পুরুষ কুমিতে -৭৫কেজি) ও সারা বাহমানিয়ার (নারী কুমিতে -৫৫কেজি)। সূত্র: মেহর নিউজ এজেন্সি।