বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

রিও অলিম্পিকে ইরানের তৃতীয় পদক জয়

পোস্ট হয়েছে: আগস্ট ১৬, ২০১৬ 

news-image

ব্রাজিলের রিও অলিম্পিকে গ্রেকো-রোমান কুস্তির ৭৫ কেজি ওজনশ্রেণিতে ইরানের কুস্তিগির সাঈদ মোরাদ আবদেওয়ালী ব্রোঞ্জ পদক জিতেছেন। রিও অলিম্পিকে এটি ইরানের তৃতীয় পদক।

4bk8cd08e2afbec7t4_800C450

এর আগে শুক্রবার পুরুষদের ৮৫ কেজি ওজন শ্রেণিতে  স্ন্যাচ বিভাগে ১৭৯ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২১৭ কেজি (মোট ৩৯৬ কেজি) ওজন তুলে ইরানকে প্রথম স্বর্ণ পদক এনে দেন ভারোত্তলক কিয়ানুশ রোস্তামি।

এর একদিন পর শনিবার ইরানি ভারোত্তলক সোহরাব মোরাদি ৯৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ বিভাগে ১৮২ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২২১ কেজি (মোট ৪০৩ কেজি ) উঠিয়ে স্বর্ণ পদক লাভ করেন।4bk80a338953f7c884_800C450

রোববার রিও ডি জেনেইরোতে সার্বিয়ার কুস্তিগির ভিক্টর নেমেসকে ৫-২ ব্যবধানে হারিয়ে তৃতীয়স্থান দখল করেন সাঈদ আবদেওয়ালী। এই ইভেন্টে  ডেনমার্কের মার্ক ওভারগ্রার্ড ম্যাডসেনকে ৫-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন রাশিয়ার রোমান ভ্লাসোভ।

অবশ্য দিনটি ভালোভাবে শুরু হয়নি ইরানের। কারণ ৫৯ কেজি ওজনশ্রেণিতে  ইরানি কুস্তিগির হামিদ সুরিয়ান প্রথম সেটে ৫-৪ ব্যবধানে তার জাপানি প্রতিপক্ষ শিনেবু ওতা’র কাছে হেরে যান। যদিও তিনি শুরুতে ৪-০ ব্যবধানে এগিয়ে ছিলেন।

4bk81661fbf0d1c7sy_800C450 (1)

সুরিয়ানকে হারানোর পর শিনেবু ওতা কাজাখস্তানের কুস্তিগির আলমত কেবিস্পায়েভকে ৬-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জেতেন। অবশ্য দ্বিতীয় সেটে ইরানি কুস্তিগির হামিদ সুরিয়ান কাজাখস্তানের কুস্তিগির আলমতকে ৭-০ ব্যবধানে হারানোর পরও কৌশলগত কারণে তিনি ব্রোঞ্জ পদক থেকে বঞ্চিত হন।

4bk88f06620d88c7ss_800C450

হামিদ সুরিয়ান ২০১২ সালের লন্ডন অলিম্পিকে সোনাসহ এ পর্যন্ত ৬টি আন্তর্জাতিক পদক পেয়েছেন।

সূত্র: পার্সটুডে