অলিম্পিকে ইরানের তৃতীয় কারাতে কোটা নিশ্চিত বাহমানিয়ার
পোস্ট হয়েছে: মে ২, ২০২১

টোকিও অলিম্পিক গেমসের কারাতে ইভেন্টে ইরানের তৃতীয় স্পট নিশ্চিত করলেন কারাতে অ্যাথলেট সারা বাহমানিয়ার। শুক্রবার রাতে ২০২১ কারাতে ১-প্রিমিয়ার লিগ লিসবনে অংশ নিয়ে আসন্ন অলিম্পিকে স্থান নিশ্চিত করেন তিনি। কারাতে ১-প্রিমিয়ার লিগ অলিম্পিক বাছাইপর্ব হিসেবে বিবেচিত হয়।
বাহমানিয়ার ৫০ কেজি ওজন-শ্রেণির নারী কুমিতে ব্রোঞ্জমেডেল ম্যাচে রোববার ফ্রান্সের রেকচিয়া অ্যালেক্সান্দ্রার মুখোমুখি হবেন।
পর্তুগালের লিসবনে ৩০ এপ্রিল থেকে ২ মে কারাতে ১-প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিতে ৮৭টি দেশের ৭৪০ জন কারাতে নিবন্ধন করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।