বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

অলিম্পিকের স্বর্ণপদক জিততে চান হাসান ইয়াজদানি

পোস্ট হয়েছে: এপ্রিল ২২, ২০২১ 

news-image

টোকিও অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতেই এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন ইরানের ফ্রিস্টিইল কুস্তিগীর হাসান ইয়াজদানি। এমনটাই জানিয়েছেন ইরানি এই বিখ্যাত কুস্তিগীর। বলেন, টোকিও অলিম্পিকে কেবলই স্বর্ণপদক জিততে চান তিনি।

রোববার রাতে কাজাখস্তানের আলমাতাইয়ে ছয়দিনের টুর্নামেন্টের শেষ দিনে ৮৬ কেজি ওজন-শ্রেণিতে স্বর্ণপদক জয় করেন ইয়াজদানি। তিনি ভারতের দ্বীপক পুনিয়াকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেন।

ইয়াজদানি ইউডাব্লিউডাব্লিউ ডট ওআরজিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘মহামারি শুরুর পর প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন ছিল।’

গত ডিসেম্বরে স্বতন্ত্র বিশ্বকাপে অংশ নিতে পারেননি ইরানি এই কুস্তিগীর। সেই প্রসঙ্গ এনে বলেন, ‘আমি ভেবেছিলাম অলিম্পিক প্রস্তুতির জন্য বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু আমি করিনি। তাই এশিয়ান চ্যাম্পিয়নশিপ ছিল আমার জন্য ভালো একটি ইভেন্ট। আমি নিজেকে প্রস্তুত দেখতে চাইলাম এবং এখন আমি অলিম্পিকের জন্য প্রস্তুতি অব্যাহত রাখব। একজন কুস্তিগীর হিসেবে আমি অলিম্পিকে কেবলই স্বর্ণপদক জিততে চাই।’ সূত্র: তেহরান টাইমস।