অলিম্পিকের ফাঁকে জাপানে ‘বিউটিফুল ইরান এক্সিবিশন’
পোস্ট হয়েছে: জুলাই ২৭, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/07/3840232.jpg)
টোকিও অলিম্পিক গেমেসের ফাঁকে জাপানে অনুষ্ঠিত হলো ‘বিউটিফুল ইরান এক্সিবিশন’ এর উদ্বোধনী অনুষ্ঠান। অলিম্পিকের সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবেই ইরানের এই সৌন্দর্য প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ইরানের জাতীয় অলিম্পিক কমিটির সৈয়দ রেজা সালেহি, ইরানের ত্রীড়া মন্ত্রী মাসুদ সোলতানিফার, টোকিওতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোরতেজা রহমানি মোভাহেদ ও জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কয়চি হ্যাগিউদা।
রহমানি বলেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উভয় পক্ষের সাধারণ সম্পর্ককে জোরদার করে। এই ধরনের প্রদর্শনী দুই জাতি ও সরকারের মধ্যে সমৃদ্ধি ও অগ্রগতির নতুন অধ্যায় চালু করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।