মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

অলিম্পিকের টিকিট নিশ্চিত করল ইরানের ভলিবল দল

পোস্ট হয়েছে: জুন ৫, ২০১৬ 

news-image

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠেয় আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পুরুষ ভলিবল দল।

রিও অলিম্পিকের চূড়ান্ত আসরে খেলার যোগ্যতা অর্জন করতে ইরানি দল প্রতিপক্ষ পোল্যান্ডকে ৩-১ সেটে হারিয়েছে। শনিবার জাপানের টোকিও মেট্রোপলিটন জিমনেশিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এ আসরে ইরান ছয়টি দেশের মোকাবেলায় পাঁচটিতে জিতে রিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করল। যেসব দেশের বিরুদ্ধে ইরান জয় পেয়েছে সেগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চীন ও পোল্যান্ড। আর একমাত্র পরাজয়ের স্বাদ পেয়েছে ফ্রান্সের কাছে। পোল্যান্ডের বিরুদ্ধে জয়লাভের মাধ্যমে গ্রীষ্মকালীন অলিম্পিকে খেলার জন্য ৫২ বছরের অপেক্ষার অবসান ঘটালো ইরান।

টোকিও মেট্রোপলিটন জিমনেশিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই ইরানি ভলিবল দল চেপে ধরে পোল্যান্ডকে। প্রথম সেটে তারা বিজয় ছিনিয়ে নেয় ২৫-২০ পয়েন্টে। ২৫-১৮ পয়েন্টে দ্বিতীয় সেটেও জয়লাভ করে ইরানি দল। তৃতীয় সেটে প্রতিরোধ গড়ে তোলে পোল্যান্ড। এ সেটে তারা জয় পায় ২৫-২০ পয়েন্টে। কিন্তু চতুর্থ সেটে ইরানি দল আবার ঘুরে দাঁড়ায় এবং ৩৪-৩২ পয়েন্টে সেট জিতে নেয়। পোল্যান্ড ভলিবল দলও এরইমধ্যে চলতি বছরের গ্রীষ্মকালীন অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। সূত্র: পার্সটুডে