বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ১৯ ধাপ এগোলো ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ২৪, ২০১৮ 

news-image

অথনৈতিক স্বাধীনতা সূচকে ১৯ ধাপ এগিয়েছে ইরান। বিশ্বের ১৫৯টি দেশের মধ্যে দেশটির অবস্থান ১৩০তম। তবে বিদেশি বিনিয়োগের জন্য মুক্ত অথনীতি আকর্ষণ থেকে এখনও দূরে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। কানাডাভিত্তিক থিংকট্যাংক ও গবেষণা ফার্ম ফ্রাজার ইনস্টিটিউট প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।

থিংকট্যাংক ২০১৬ সালের তথ্যউপাত্ত বিশ্লেষণ করে ২০১৮ সালের এই প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ইরান দশ পয়েন্টের মধ্যে মোট ৬ দশমিক ০৩ স্কোর করেছে। এর মধ্য দিয়ে দেশটি অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ১৩০ তম অবস্থান অর্জন করেছে।

২০১৭ সালের প্রতিবেদনে ১৫৯টি দেশের মধ্যে ইরানের অবস্থান ছিল ১৪৯তম। এজন্য দেশটিকে ৫ দশমিক ৪০ স্কোর করতে হয়। ২০১৭ সালের প্রতিবেদনে ২০১৫ সালের অবস্থান বিশ্লেষণ করা হয়। সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।