অর্থনৈতিক সম্পর্ক বাড়াবে তেহরান-বাকু
পোস্ট হয়েছে: মে ৭, ২০২০
তেহরান ও বাকুর মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে ফোনালাপ করেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মাহমুদ ভায়েজি ও আজারবাইজানের প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিকমাত হাজিয়েভ।
টেলিফোন আলাপে উভয় পক্ষ স্বাস্থ্যবিধি মেনে দুদেশের মধ্যে অর্থনৈতিক বিনিময় অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। বলা হয়, আর্থিক ক্ষেত্রে এই সহযোগিতা বিকাশে কোনো প্রতিবন্ধকতা রাখা হবে না।
তেহরান-বাকুর ক্রমবর্ধমান সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে দুদেশের উর্ধমুখী সম্পর্কে তারা সন্তোষ প্রকাশ করেন। বিদ্যামান এসব সম্পর্ক ও সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন তারা। সূত্র: মেহর নিউজ এজেন্সি।