অর্থনৈতিক গতিশীলতায় ইরানে অলঙ্কারের চাহিদা বাড়ছে
পোস্ট হয়েছে: মে ৭, ২০১৭

ইরানে অর্থনৈতিক উন্নয়ন ও ক্রেতা সামর্থ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অলঙ্কারের চাহিদা বাড়ছে। গত বৃহস্পতিবার ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এক প্রতিবেদনে বলেছে, এ বছরের প্রথম কোয়ার্টারে গত চার বছরের তুলনায় বাজারে অলঙ্কারের চাহিদা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে।
প্রতিবেদনে আরো বলা হয় অর্থনৈতিক গতিশীলতায় গত বছরের তুলনায় অলঙ্কারের চাহিদা বৃদ্ধি পেয়েছে ২৭ ভাগ বেশি। ব্লুমবার্গ বলছে, এ বছরের প্রথম কোয়ার্টারে বাজারে অলঙ্কারের চাহিদা ছিল ১২ দশমিক ৯ মেট্রিক টন। সূত্র: তেহরান টাইমস।