অমর শহীদ- ড. মুহাম্মদ মুফাত্তেহ
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৮, ২০১৪

ইসলামী প্রজাতন্ত্র ইরানে শহীদদের সারিতে একটি বিশেষ নাম হচ্ছে ড. মুহাম্মদ মুফাত্তেহ (রহ.)। ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর মার্কিন সাম্রাজ্যবাদের গুপ্তচরেরা প্রখ্যাত আলেম ইসলামী বিপ্লবের অকুতোভয় সৈনিক হুজ্জাতুল ইসলাম ড. মুহাম্মদ মুফাত্তেহ হামেদানীকে তেহরান বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী বিজ্ঞান অনুষদের চত্বরে শহীদ করে। ইসলামী বিপ্লব সংগঠিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিশেষত তেহরানের ওলামা সমাজের কেন্দ্রীয় পরিষদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তেহরানের জনণকে তিনি পরিচালিত ও সংগঠিত করার কাজে বিশেষ অবদান রাখেন। শাহের জল্লাদ বাহিনী সাভাক দ্বারা তিনি বহুবারই আক্রান্ত ও বন্দি হয়েছিলেন।
ইসলামী বিপ্লবের বিজয়ের পর শহীদ আয়াতুল্লাহ মোতাহহারীর সুপারিশক্রমে তাঁর ওপর তেহরান বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী বিজ্ঞান অনুষদের তত্ত্বাবধানের দায়িত্ব অর্পণ করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন : ‘যখন উক্ত অনুষদের দায়িত্ব গ্রহণ করার ব্যাপারে আমি আপত্তি তুলি তখন আয়াতুল্লাহ মোতাহহারী আমাকে সাহায্যের অঙ্গীকার করেন। তাঁর সাহায্য না পেলে কাজের চাপে আমার শিরদাঁড়া ভেঙে যেত।’ তাঁর সারল্য, ক্ষমাশীলতা, সাধুতা, দায়িত্ববোধ এবং ইসলামী জ্ঞান-বিজ্ঞানের দক্ষতা তাঁকে অমর করে রেখেছে। ইরানের ইসলামী বিপ্লবের তিনি একজন স্মরণীয় ব্যক্তিত্ব।
(নিউজলেটার, ডিসেম্বর ১৯৯১)