শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

অবরোধ সত্বেও ১২৮ দেশে পণ্য রপ্তানি ইরানের

পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০২০ 

news-image

ইরানের ওপর চাপিয়ে দেওয়া নিষ্ঠুর অবরোধ সত্বেও দেশটি বিশ্বের ১২৮টি দেশে পণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রেসিডেন্ট মেহদি মির-আশরাফি।

গত ফারসি বছরে (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) ইরানের বৈদেশিক বাণিজ্য চিত্র তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নিষ্ঠুর ও অন্যায় অবরোধ চাপিয়ে দেওয়া সত্বেও তার দেশ ১২৮টি দেশে মালামাল রপ্তানি করতে সফল হয়েছে। উল্লিখিত সময়ে ইরান ১১২টি দেশ থেকে পণ্য আমদানি করেছে বলে জানান তিনি।

মির-আশরাফি জানান, গত বছর ইরানের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ৮৫ দশমিক ১০৭ বিলিয়ন ডলার। এর মধ্যে রপ্তানি বাণিজ্য হয়েছে ৪১ দশমিক ৩৭০ বিলিয়ন ডলার এবং আমদানি বাণিজ্য হয়েছে ৪৩ দশমিক ৭৩৭ বিলিয়ন ডলারের। ওই সময়ে ইরান অন্যান্য দেশে ১৬৯ দশমিক ৭৩৭ মিলিয়ন টন পণ্য রপ্তনি করেছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।