অবরোধ সত্বেও পাতাল রেল ট্রেন বানালো ইরান
পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০২১

অবরোধ সত্বেও দেশীয়ভাবে প্রথম পাতাল রেল ট্রেন তৈরি করলো ইরান। শনিবার আনুষ্ঠানিকভাবে ট্রেনটির উন্মোচন করা হয়। দেশীয় শিল্পের ওপর নিষেধাজ্ঞা সত্বেও ট্রেনটির ৮৫ ভাগ যন্ত্রপাতি দেশের অভ্যন্তরে উৎপাদন করা হয়েছে। খবর আইএসএনএ এর।
২০১৯ সালের জুনে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সি, তেহরান আরবান অ্যান্ড সাব-আরবান রেলওয়ে কোম্পানি এবং ইনোভেশন অ্যান্ড প্রোপার্টি ফান্ডের মধ্যে পাতাল রেল ট্রেন প্রকল্পটি সম্পন্ন করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এই চুক্তিতে ১৮ মাসে ট্রেনটি নির্মাণ করার কথা বলা হয়েছে।
তেহরান আরবান অ্যান্ড সাব-আরবান রেলওয়ে কোম্পানির প্রধান আলি ইমাম বলেন, প্রকল্পটির নকশা ও উৎপাদনে দেশীয় কোম্পানির ২৫ থেকে ৩০ শতাংশ অংশীদার রয়েছে এবং পাতাল রেল ট্রেনটির যন্ত্রপাতি সরবরাহে অংশীদার রয়েছে ৮৫ শতাংশ। সূত্র: তেহরান টাইমস।