বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

অবরোধ সত্বেও দশ মাসে ৮০ লাখ বিদেশির ইরান ভ্রমণ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২০ 

news-image

চলতি ইরানি বছরের প্রথম দশ মাসে (২১ মার্চ ২০১৯ থেকে ২১ জানুয়ারি ২০২০) ৮০ লাখ বিদেশি নাগরিক ইরান ভ্রমণ করেছেন। দেশটির ওপর আমেরিকার চাপিয়ে দেওয়া অবরোধ ও বিদেশি কিছু এয়ালাইন্সের ফ্লাইট বাতিল সত্বেও এই বিপুল সংখ্যক পর্যটক ইরান ভ্রমণ করেন। পর্যটন মন্ত্রী আলি আসগার মুনেসানের বরাতে এই খবর দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি।

বুধবার পর্যটন মন্ত্রী বলিন, ‘‘গত দুই মাস ইরানের পর্যটন খাত অবরোধের শিকার এবং এই সময়ে কিছু বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যাও কমানো হয়েছে। তবুও চলতি বছরের প্রথম দশ মাসে ইসলামি প্রজাতন্ত্র ইরান ৮০ লাখ বিদেশি পর্যটককে স্বাগত জানিয়েছে।

তেহরানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০ ট্রিলিয়ন রিয়ালের (৫১০ মিলিয়ন ডলার) ৪৭২টি পর্যটন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে মুনেসান এসব তথ্য জানান। প্রকল্পগুলোর অধীনে আনুমানিক ৪ হাজার ২শ জনের কর্মসংস্থান তৈরি হবে এবং হোটেল, হোস্টেল, গেস্টহাউজ ও ইকো-লজগুলোতে ৮ হাজার ৭শ বেড তৈরি হবে।

ইরান ২০১৯ সালে দ্রুত বর্ধনশীল পর্যটন গন্তব্যের দিক দিয়ে বিশ্বে তৃতীয় স্থান লাভ করে। আগের বছরের তুলনায় দেশটির পর্যটন গন্তব্যের প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৯ শতাংশ। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। সূত্র: তেহেরান টাইমস।