শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

অবরোধ তুলে নিলে তেল উৎপাদন বৃদ্ধি করবে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ২২, ২০১৫ 

news-image

ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের এক সপ্তাহের মধ্যে দেশটি দিনে ৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইতিমধ্যে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন। গত সোমবার ইরানের তেল শিল্পের এক উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশটির জাতীয় তেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রোকনেদ্দিন জাভাদি সিরিয়ার বার্তা সংস্থা সানাকে জানান, আন্তর্জাতিক অবরোধ উঠে গেলে সাতদিনের মধ্যে ইরান প্রতিদিন অন্তত ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে। আর এ উৎপাদিত তেল ইরান বিক্রি করবে ইউরোপ ও এশিয়ার দেশগুলোর কাছে।

তবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের কথা বললেও গত ১৪ জুলাই ইরানের সঙ্গে আলোচনায় দেশটির পারমাণবিক কর্মসূচি সংস্কারে যে সিদ্ধান্ত হয়েছে তা বাস্তবায়ন করার পরই অবরোধ পুরোপুরি প্রত্যাহার করে নেবে পশ্চিমা দেশগুলো। ইরানের তেল মন্ত্রী বিজান নামদার জানঘানেহ বলেছেন, ওপেক সদস্য হিসেবে ইরান দিনে ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধি করছে এবং অবরোধ তুলে নেয়ার পর আরো ৫ লাখ ব্যারেল তেল প্রতিদিন উৎপাদনে যাবে ইরান। সূত্র: ইরান ডেইলি