বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

অপূর্ব এই পর্বত লেকটির আন্তর্জাতিক স্বীকৃতি চায় ইরান

পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০২১ 

news-image

পাহাড়ের চূড়ায় অসাধারণ মনোমুগ্ধকর এক হৃদ ‘লেক গাহার’। অপূর্ব এই লেকটির আন্তর্জাতিক স্বীকৃতি চায় ইরান। এজন্য লেকটির পক্ষে দলিলগুচ্ছ প্রস্তুত করছে দেশটি। বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্তির জন্য জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থায় (ইউনেসকো) এই দলিলগুচ্ছ দাখিল করা হবে।

তুষারপাতযুক্ত পাহাড় দ্বারা পরিবেষ্টিত, দুর্দান্ত আলপাইন হ্রদটি পশ্চিম ইরানের একটি দুরন্ত পর্যটন রিসোর্ট। প্রতি বছর এটি বিপুল সংখ্যক দর্শনার্থী ও পরিবেশপ্রেমীকে আকৃষ্ট করে থাকে।

দৃষ্টিনন্দন লেকটি লোরেস্তান প্রদেশের সুরক্ষিত প্রাকৃতিক অঞ্চলের অশতোরানকুহ রেঞ্জের দক্ষিণ সীমানায় পড়েছে। দুটি ছোট লেকের সমন্বয়ে এটি গঠিত। লেকদ্বয়ের একটি থেকে আরেকটি ১০০ মিটারের মধ্যে অবস্থিত। একটির নাম আপার গাহার অপরটির নাম লোওয়ার গাহার। সূত্র: তেহরান টাইমস।