মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

অন্যান্য দেশে ন্যানোপণ্য উৎপাদনের পরিকল্পনা ইরানের

পোস্ট হয়েছে: এপ্রিল ২২, ২০২১ 

news-image

ইরানের ন্যানোপ্রযুক্তি উন্নয়ন সদরদপ্তরের সেক্রেটারি ড. সাইদ সরকার বলেছেন, অন্যান্য দেশের সাথে যৌথ বিনিয়োগ ন্যানোপ্রযুক্তি পণ্যের রপ্তানি আরও বাড়াতে ভূমিকা রাখবে। মঙ্গলবার মেহর নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমদানিকৃত পণ্যসামগ্রী দেশে উৎপাদনের প্রতি অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।

তিনি জানান, অন্যান্য দেশের সাথে বিনিয়োগ করার পরিকল্পনা চলমান রয়েছে। সেই অনুযায়ী, চলতি বছরে যৌথভাবে ন্যানোপণ্য উৎপাদন করা হবে। এতে করে অন্যান্য দেশে ন্যানোপণ্যের রপ্তানি আরও বাড়বে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।