অন্যতম বিশ্বসেরা গোলদাতা ইরানের আজমাউন
পোস্ট হয়েছে: জানুয়ারি ৮, ২০২৫
বিশ্বসেরা আন্তর্জাতিক গোলদাতাদের তালিকায় স্থান পেলেন ইরানের স্ট্রাইকার সরদার আজমাউন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (এফএফএইচএস) এর সর্বশেষ ২০২৪ র্যাঙ্কিংয়ে অন্যতম সেরা গোলদাতার খেতাব কুড়ান তিনি।
এফএফএইচএস এর ওয়েবসাইট মতে, আল আইনের হয়ে খেলা মরক্কোর সোফিয়ান রাহিমি ২০ গোল করে ২০২৪ সালের শীর্ষ আন্তর্জাতিক গোলদাতা নির্বাচিত হয়েছেন। অলিম্পিয়াকোস এফসির আরেক মরক্কোর খেলোয়াড় আইয়ুব এল কাবি দ্বিতীয় স্থান অধিকার করেছেন।
র্যাঙ্কিংয়ে আজমাউনের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করা হয়। জাতীয় দল এবং মহাদেশীয় বা আন্তঃমহাদেশীয় ক্লাব ম্যাচ সহ আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতাদের নিয়ে এই তালিকা প্রকাশ করে এফএফএইচএস।
সর্দার আজমাউন মোট ১২টি গোল (ক্লাব প্রতিযোগিতায় পাঁচটি এবং জাতীয় দলের ম্যাচে সাতটি) করে ১৫তম স্থানে রয়েছেন।
আরেক ইরানি স্ট্রাইকার মেহেদি তারেমি ১০ গোল নিয়ে ২৫তম স্থান অর্জন করেছেন। সূত্র: মেহর নিউজ