অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তিতে রঙিন পদক জিতেছে ইরান
পোস্ট হয়েছে: অক্টোবর ২৪, ২০২২
আমির আলী আজারপিরা এবং আমির মোহাম্মদ ইয়াজদানি স্পেনে চলমান অনুর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্যপদক জিতেছেন।ইরানের ফ্রিস্টাইল কুস্তিগির আমির আলি আজারপিরা ৯৭ কেজি ওজন বিভাগে আমেরিকান প্রতিপক্ষকে পরাজিত করে অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক ছিনিয়ে নিয়েছেন।এছাড়াও, আমির মোহাম্মদ ইয়াজদানী ৭০ কেজি ওজন বিভাগে জর্জিয়ার ইউরোপীয় অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নের কাছে ম্যাচ হেরে রৌপ্যপদক জিতেছেন।প্রথম পাঁচটি ওজন বিভাগের প্রতিযোগিতা শেষে এবং দলের র্যাঙ্কিংয়ে, জর্জিয়া ৭৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে, ইউক্রেন ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ইরান ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আর্মেনিয়া যথাক্রমে ৪৮, ৪৭ এবং ৪৬ পয়েন্ট নিয়ে চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে রয়েছে।অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ ১৭ অক্টোবর সোমবার স্পেনের পন্টেভেদ্রায় শুরু হয়েছে এবং ২৩ অক্টোবর শেষ হবে। সূত্র: মেহর নিউজ।