অনূর্ধ্ব-২১ বিচ ভলিবল চ্যাম্পিয়ন ইরান
পোস্ট হয়েছে: জুলাই ১৮, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/07/3831152.jpg)
চতুর্থ এশিয়া অনূর্ধ্ব-২১ বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইরান। স্বর্ণপদক জয়ের ম্যাচে ইরান-১ দল প্রতিপক্ষ থাইল্যান্ড-১ দলকে ২-১ (১৭-২১, ২৮-২৬, ১৫-৭) সেটে পরাজিত করে। ইরানি দলে খেলেন আবুলহাসান খাকিজাদে, সিনা শোকাতি এবং থাই দলে খেলেন ফিচাকোন নারাথন, ফানুফঙ থানান।
অন্যদিকে থাইল্যান্ড- ২ ব্রোঞ্জ মেডেল ম্যাচে থাইল্যান্ড- ৩ কে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে।
এরআগে গ্রুপ পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইরান- ২ এর খেলোয়াড় আমির রেজা জামান, রেজা নাকিবজাদে শামিলি। ফারসি দলটি থাইল্যান্ড- ১ ও অস্ট্রেলিয়া-২ দলের কাছে পরাজিত হয়।
এশিয়া অনূর্ধ্ব-২১ বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ থাইল্যান্ডের নাখন পাথমে ১২ জুলাই শুরু হয়ে শেষ হয় ১৫ জুলাই। সূত্র: মেহর নিউজ এজেন্সি।