অনূর্ধ্ব ১৮ এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে রানার্স আপ ইরান
পোস্ট হয়েছে: আগস্ট ২৩, ২০২২

এশিয়ান পুরুষ অনূর্ধ্ব ১৮ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এ রানার্স হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। সোমবার ফাইনাল ম্যাচে ইরানকে (২৫-২২,২৫-২২ ও ২৫-২৩ ) সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জাপান।
এর আগের দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে (২৫-২০,২৫-২১,২৬-২৮,১৯-২৫,১৫-১২ ) সেটে পরাজিত করেছে ভারত। খেলায় তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে যথাক্রমে ভারত ও দক্ষিণ কোরিয়া। এশিয়ান পুরুষ অনূর্ধ্ব ১৮ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর সেরা দল হিসেবে এ চারটি দেশই ২০২৩ এফআইভিবি ভলিবল পুরুষ বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট লাভ করেছে। তেহরান টাইমস।