অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইরানের শিরোপা জয়
পোস্ট হয়েছে: আগস্ট ৬, ২০২৩

ইরানের গ্রেকো-রোমান দল বুধবার অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দলের শিরোপা ধরে রাখতে সক্ষম হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইরান একটি স্বর্ণ, একটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ জিতেছে।
৪৯ কেজিতে পায়াম আহমাদি স্বর্ণপদক জিতেছেন এবং ৭১ কেজিতে আহমেদরেজা মোহাম্মদিয়ান রৌপ্যপদক জিতেছেন। ৪৫ কেজিতে আলিরেজা আমিরি এবং ১১০ কেজিতে আমির হোসেন আবদেভালিও দুটি ব্রোঞ্জপদক জিতেছেন।
ইরান ১১৩ পয়েন্ট নিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। আজারবাইজান ১০৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। জর্জিয়া ৯৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, ভারত ৮৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে এবং আর্মেনিয়া ৭৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস।